বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহ নিয়ে কমলা সতর্কতাও জারি হয়েছে একাধিক জেলায়।
এই পরিস্থিতিতে বিদ্যুতের যোগান আর চাহিদা ক্রমশই ভারসাম্য হারাচ্ছে। বিদ্যুতের চাহিদা লাগাতার বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ মিলছে। কোনওভাবেই যাতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন না হয়, সেই দিকে নজর রাখার জন্য CESC-কে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
মন্ত্রীর নির্দেশ, যদি কোনও জায়গায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বা বিদ্যুৎ সংযোগ মেরামত করার প্রয়োজন পড়ে তাহলে সেই সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ যাতে নিরবচ্ছিন্নভাবে হয় তা দেখার জন্য নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি সর্বদা অনুকূল রাখতে মোবাইল রিপেয়ারিং ভ্যান এবং মেরামতের জন্য কর্মী সংখ্যা আরও বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।