বড় খুশির খবর, ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের জন্য

বড় খুশির খবর, ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের জন্য বিশেষ সুযোগ৷ নৌসেনার বিশেষ বাহিনীতে এ বার যোগ দিতে পারবেন মহিলারাও। ভারতীয় সেনার মধ্যে নৌসেনাই প্রথম, যাদের বিশেষ বাহিনীতে কমান্ডো হিসাবে মহিলাদের নিয়োগ করা হবে৷

নৌসেনায় মহিলারাও আবার কমান্ডো পদে যেতে পারবেন। মহিলারা কমান্ডো হতে চাইলে পাশ করতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। সফল হলেই নৌসেনায় কর্মরত যে কোনও মহিলা মেরিন কমান্ডোর বিশেষ বাহিনীর প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন৷

নৌসেনার কমান্ডো বাহিনী পরিচিত মার্কোস নামে৷ যে কোনও কঠিন পরিস্থিতিতে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে পারে এই বাহিনী৷ জল, স্থল, আকাশ- তিন জায়গাতেই সমান ভাবে লড়াই করতে সক্ষম তারা। শত্রুপক্ষের উপর অতর্কিতে হামলা চালাতে পারদর্শী হয়ে থাকে এই মার্কোস বাহিনী। সমুদ্রের বুকে যুদ্ধ করার পাশাপাশি জম্মু-কাশ্মীরের উলর লেকেও জঙ্গি মোকাবিলায় সফল মার্কোস কমান্ডোরা।

সাধারণত ভারতীয় স্থল সেনা, বায়ুসেনা ও নৌসেনার স্পেশাল ফোর্সের আধিকারিকরা দেশের সেরা জওয়ান হয়ে থাকেন। মারাত্মক কঠিন প্রশিক্ষণের পর তাঁদের কাঁধে সাজে ওঠে স্পেশাল ফোর্সের ব্যাজ৷ মানসিক, শারীরিক দিক থেকে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তাঁরা৷ তাঁদের এতটাই কঠোর প্রশিক্ষণ হয় যে, একজন সাধারণ মানুষ তা চিন্তাই করতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *