বড় খুশির খবর, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ

বড় কর্মসংস্থানের সুযোগ। চাকরির অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্য আসছে দারুণ সুযোগ৷ তাঁদের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চলতি মাসেই জেলায় জেলায় হবে চাকরি মেলা। এই মেলা থেকে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে প্রায় ২৭ হাজার যুবক-যুবতীর সামনে।

জেলায় জেলায় এই চাকরির মেলার আয়োজন করা হয়েছে কারিগরি শিক্ষা দফতরের পক্ষ থেকে। জুলাই-এর শেষ থেকে শুরু হবে এই চাকরির মেলা৷ চলবে অগাস্ট মাস পর্যন্ত। চাকরি মেলার আয়োজন করার জন্য রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে৷

শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসত৷ বিভিন্ন বণিকসভার কাছ থেকে তথ্য নিয়ে একটি তালিকা তৈরি করেছে কারিগরি শিক্ষা দফতর৷ তাতেই বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে নির্মাণ, স্বাস্থ্য, ইস্পাত, হোটেল, অটোমোবাইল ও টেলিকম-সহ কোন কোন ক্ষেত্রে কত জন প্রার্থীকে চাকরি দেওয়া সম্ভব হবে।

এই মেলাগুলি থেকে চাকরি পেতে গেলে কী কী করতে হবে? এর জন্য চাকরি প্রার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতেই মেলায় অংশ নেওয়ার ছাড়পত্র পাবেন তাঁরা। সেই ছাড়পত্র হাতে নিয়ে আবেদনকারীরা মেলায় আসা বিভিন্ন সংস্থার স্টলে গিয়ে ‘ওয়াক ইন ইন্টারভিউ’ দেবেন। জানা গিয়েছে, প্রায় ৪০টি সংস্থা চাকরি মেলায় স্টল দেবে।

মন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন চাকরি পাওয়ার ক্ষেত্রে আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল কোর্স ও ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন৷ তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য, সর্বাধিক বেকার যুবক-যুবতীদের হাতে কাজ তুলে দেওয়া। সম্প্রতি একটি জব ফেয়ারের মাধ্যমে প্রায় ১০ হাজারের বেশি মানুষকে চাকরি দিয়েছি। এ বারও ২৭ হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *