বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, বেতন বৃদ্ধির ঘোষণা টাটার

বছর শুরুর সাথে সাথেই বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, শীর্ষ আধিকারিকদের বেতন বৃদ্ধির পথে হাঁটল দেশের অন্যতম বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ। নয়া ঘোষণার ফলে ট্রেন্ট, ইন্ডিয়ান হোটেল এবং টাটা কনজিউমারের মতো হাই গ্রোথ বিজনেসের শীর্ষ আধিকারিকদের বেতন সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে।

গত এক বছরে এই গ্রুপের সেলস রেভিনিউয়ের পরিমাণ ছিল ৯৭ বিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে কোম্পানির গ্রোথ ছিল কুড়ি শতাংশেরও বেশি, যা এখনও পর্যন্ত একটি রেকর্ড। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শীর্ষ আধিকারিকদের এইভাবেই উপহার দিয়েছে।

গ্রুপের রিটেইল চেইন ট্রেন্টের সিইও পি ভেঙ্কটেসলুর বেতনে সর্বোচ্চ ৬২ শতাংশের বৃদ্ধি ঘটেছে। তাঁর বেতনের পরিমাণ হল ৫.১২ কোটি টাকা। পাশাপাশি, ইন্ডিয়ান হোটেলের সিইও পুনিত টাটা কনজিউমারের সিইও সুনীল ডি’সুজার বেতন ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বেতনের পরিমাণ ৯.৫ কোটি টাকায় পৌঁছেছে। চাটওয়ালের বেতনে ৩৭ শতাংশ বৃদ্ধি ঘটে বেতনের পরিমাণ হয়েছে ১৮.২৩ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *