লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে অস্বস্তিতে ফের সেই শাসকদল! নির্বাচন পূর্বে বড়সড় ভাঙন ধরিয়ে ঘাসফুল ছেড়ে লাল শিবিরে যোগদান করলেন তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক পরিবার।
সোমবার বানারহাট ব্লকের সাঁকোঝোড়া-১ গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায় এক অনুষ্ঠান করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীবাস দাস-সহ প্রায় শত খানেক পরিবার শাসকদল ত্যাগ করে লাল ঝান্ডা হাতে তুলে নেয়। দল বদলের পর শ্রীবাস জানান, ১৯৯৮ সাল থেকে তৃণমূলে ছিলেন তিনি পঞ্চায়েত সদস্যও ছিলেন। কিন্তু দলে ক্রমাগত বাড়তে থাকা দুর্নীতির প্রতিবাদে তিনি দল ছাড়লেন।
এদিন অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের হাতে দলের পতাকা তুলে দেন সিপিএম এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার, বিরাজ সরকারেরা। পঞ্চায়েতের ঠিক আগে দলের এই শক্তি বৃদ্ধি যে বেশ খানিকটা অক্সিজেন যোগাবে লাল শিবিরে, তেমনটাই মনে করছে জেলা নেতৃত্ব। তৃণমূল তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।