বড় ধাক্কা কংগ্রেসে, দল ছাড়লেন অনিল

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বড় ধাক্কা, শুরু হয়েছে ভাঙ্গন পর্ব। সূচনা হয়েছে দল বদলের। নিজের দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কেরলের তরুণ কংগ্রেস নেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। সেই আঘাত এখনও সামলে উঠতে পারেনি কংগ্রেস। এরই মধ্যেই আবারও দক্ষিণ ভারতে বড় ধাক্কা খেল কংগ্রেস।

দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অভিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। দিল্লিতে বিজেপির সদর দফতরে এদিন পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নেন কিরণ। অন্ধ্র থেকে তেলেঙ্গানা পৃথক রাজ্য হয় ২০১৪ সালে। ওই পর্ব পর্যন্ত অভিভক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৪ সালে তেলেঙ্গানা আলাদা রাজ্য হওয়ায় কংগ্রেস ছেড়ে নিজে পৃথক রাজনৈতিক দল গড়েছিলেন কিরণ।

কিন্তু সেই দল অন্ধ্রের ভোটে কোনও ছাপই ফেলতে পারেনি। ২০১৮ সালে আবারও কংগ্রেসে ফিরে যান রেড্ডি।অন্ধ্রে ক্ষমতায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। জগনমোহন রেড্ডির দলই সেখানে শাসক। বিরোধী হিসাবে মূল শক্তি চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি। কিরণ রেড্ডিকে দলে নিয়ে বিজেপি কোন কৌশনে এগোয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *