বড় ঘোষণা, ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ৪% ডিএ বৃদ্ধি করেছে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ।

ওদিকে কেন্দ্রের সিদ্ধান্তের পর বহু রাজ্যও সেই পথে হেঁটে সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। সম্প্রতি ৪% ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মাঝে এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার ডিএ বৃদ্ধি করল।

জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগে তারা ৩৮ শতাংশ ডিএ পেত।পাশাপাশি পঞ্চম কমিশনের আওতায় কাজ করা কর্মীদের ডিএ ২১২ শতাংশ থেকে বাড়িয়ে ২২১ শতাংশ করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনেও ডিএ বৃদ্ধি করা হয়েছে। তাদের মহার্ঘ ভাতা ৩৯৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪১২ শতাংশ।