বড় ঘোষণা হরিয়ানা সরকারের তরফে

সরকারের তরফে বড় ঘোষণা। হরিয়ানার শিক্ষা দফতরের তৈরি টিচার ট্রান্সফার পলিসির নতুন খসড়ায় এবার শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল। নতুন পলিসি অনুযায়ী এবার প্রায় ৭০ হাজার শিক্ষক বদলির হবেন। উল্লেখযোগ্য বিষয় হল, নতুন পলিসির জেরে আগের নিয়মের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে।

নতুন নিয়মের জেরে এবার শিক্ষকরা ব্লক অনুযায়ী স্কুল বেছে নিতে পারবেন। একজন শিক্ষক একটি স্কুলে পাঁচ বছরের বেশি থাকতে পারবেননা। শোনা যাচ্ছে, মন্ত্রীসভায় শিলমোহর পাওয়ার পর চলতি জুলাইয়ের শেষ থেকেই বিষয়টি নিয়ে তৎপর হবে হরিয়ানা সরকার। লক্ষ্য, আগামী আগস্টের মধ্যে বিষয়টি সার্বিকভাবে লাগু করা হবে।

জানা যাচ্ছে, এবার থেকে গোটা রাজ্যে নর্মালাইজেশনের মাধ্যমে নয় বরং শিক্ষক নিয়োগ হবে ব্লক অনুযায়ী। পূর্বের নিয়মানুযায়ী, পদসংখ্যার চেয়ে আবেদনের সংখ্যা বেশি হলে দূরের জেলায় বদলি করা হত তাদের। যাতে সমস্যায় পড়তেন বহু মানুষ। তবে এই নতুন পলিসি যে শিক্ষক সন্তষ্টির কারণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *