সবজি বিক্রেতাদের জন্য বড়ো ঘোষণা রেলের তরফে

রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হলেও লেগেই আছে সংক্রমনের সংখ্যায় ওঠা পড়া। তাই সংক্রমণ রোধে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। বন্ধ সমস্ত লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে সব্জি কলকাতায় আনা সবজি বিক্রেতাদের কার্যত অসম্ভবের পর্যায় দাঁড়িয়েছে। তার ফলে বিপুল অংকের ক্ষতির মুখে পড়ছে সবজি বিক্রেতারা। অন্যদিকে সড়ক পথে কলকাতায় পৌঁছালে সেই সবজির দাম হচ্ছে আকাশ ছোঁয়া। অবশেষে এই বিপত্তির নিষ্পত্তি হল। সব দিক বিবেচনা করে এবার কৃষক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। রেলের এই সিদ্ধান্তে খানিকটা সস্তায় মিলবে সবজি, রেলের মতোই আশাবাদী আমজনতা।

চলতি বছরের শুরুতে করোনা বেশ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু মার্চের শেষ থেকে বাড়তে থাকে সংক্রমণ। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই পরিস্থিতি মোকাবিলায় লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে স্পেশ্যাল ট্রেনে ওঠার অনুমতি পেয়েছেন বেশ কিছু পেশায় যুক্তরা। কিন্তু ট্রেনের সংখ্যা কম থাকায় তাতে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জরুরি পরিষেবায় যুক্তরাও উঠে পড়ছেন ভেন্ডারে। ফলে সবজি নিয়ে সেখানে উঠতে পারছিলেন না কৃষকরা। জানা গিয়েছে, সেই কারণেই কৃষক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত।

বর্তমানে পূর্ব রেলের তরফে শিয়ালদহ শাখায় নিয়মিত দুটি ট্রেন চালানো হচ্ছে। একটি সকালে গেদে থেকে সবজি নিয়ে পৌঁছয় শিয়ালদহ। ওই ট্রেনটিই ফিরে যায় শান্তিপুরে। সেখান থেকে ছানা নিয়ে ফের শিয়ালদহ ফেরে। রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কৃষকদের জন্যই এই ট্রেন। এতে থাকছে মাত্র ৫ টি বগি। শীঘ্রই ডায়মন্ড হারবার শাখাতেও চালু হবে এই কৃষক স্পেশ্যাল ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *