রাজ্যের চাষীদের জন্য বড় ঘোষণা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ‘দানা’ ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও ততটা হয়নি।

তবে এর ফলে চাষের জমি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ফাঁপরে পড়েছেন রাজ্যের বহু কৃষক। এবার তাঁদের মুখ চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনের সময়সীমা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হল।

বাংলা শস্য বিমায় আবেদনের শেষ তারিখ প্রথমে ৩০ সেপ্টেম্বর ছিল। পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়। এবার তা আরও একমাস বাড়িয়ে দেওয়া হল। ৩১ অক্টোবরের পরিবর্তে এবার ৩০ নভেম্বর অবধি সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের ফসলের যদি ক্ষতি হয় তাহলে তার সঠিক মূল্য দেওয়া এই স্কিমের উদ্দেশ্য।