ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করাতে চাইছেন তাদের জন্য বড় সুখবর। এবার থেকে আবেদনকারীর বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার চুক্তি করেছে গুরগাঁও ভিক্তিক একটি সংস্থার সাথে।

এই সংস্থাটি প্রযুক্তি ভিত্তিক পরিবহন পরিষেবা দিয়ে থাকে। এই সংস্থাটি এটিএম কার্ডের আকারের ড্রাইভিং লাইসেন্স তৈরি করবে। কিউআর কোড ও একটি চিপ সম্বলিত ড্রাইভিং লাইসেন্স ডাকবিভাগের দ্বারা পৌঁছে দেওয়া হবে আবেদনকারীর বাড়িতে।

জানা গিয়েছে কোম্পানিটি ভবানীপুরের বেলতলায় মোটরগাড়ির অফিসে তাদের অস্থায়ী কাজকর্ম শুরু করবে আগামী ১লা জুন থেকে। আবেদনকারী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স। এই পরিষেবার জন্য আবেদনকারীর কাছ থেকে ২০০ টাকা চার্জ নেওয়া হবে। এবার থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের জন্য স্থানীয় পরিবহন অফিসে আর যেতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *