বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা? ট্রোলিংয়ের শিকার ‘ভুতু’

২০১৪-১৫ সালে বাংলা ধারাবাহিকের পর্দায় দেখা মিলেছিল একটি ছোট্ট ভুতের। ধারাবাহিকে ভুতু চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায়। সেই বয়সেই তার অভিনয় গুন মুগ্ধ করেছিল সবাইকে। এতটাই প্রভাব ফেলেছিল সেই ধারাবাহিক যে পরবর্তীকালে হিন্দিভাষাতেও এই ধারাবাহিক দেখানো হয়। আজও ভুতু বললে আরশিয়ার মুখ ভেসে ওঠে সকলের মুখে। তবে সম্প্রতি ট্রোলিং এর মুখে পড়তে হয় তাকে। কিন্তু কেন?

চলতি মাসের ১৬ তারিখে জন্মদিন ছিল আরশিয়ার দিদির। সেই উপলক্ষেই একটি অনুষ্ঠান হয়। আর সেখানেই হিন্দিতে কথা বলতে গিয়ে বেগ পাচ্ছিল আরশিয়া। ফের এই ভিডিও সামনে আসতেই শুরু হয়ে যায় ট্রোলিং। নেটিজেনরা কড়া ভাষায় আক্রমন করেন। বলেন, “বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা, হিন্দি যখন আসে না?”