সামান্য বাড়ল বঙ্গের কোভিড গ্রাফ

বিগত বেশ কয়েক মাস ধরে দেশে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। অন্যদিকে বঙ্গের কোভিড গ্রাফ একদম তলানিতে মিশে গিয়েছে। মাঝে কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য হয়ে গিয়েছিল। তবে আবার আক্রান্ত কিঞ্চিৎ হলেও বাড়ছে।

যদিও শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৭। মোট আক্রান্ত ২১ লক্ষ ১৮ হাজার ৬৪১ জন। আর মোট সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ২০ লক্ষ ৯৭ হাজার ০৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। বাংলার পজিটিভিটি রেট ০.১৪ শতাংশ। মৃত্যু এদিনও একজনেরও হয়নি যা সত্যিই বড় স্বস্তি।

তবে সাধারণের মনে এও প্রশ্ন আছে যে, প্রত্যেক বছর করোনা টিকা নিতে হবে কিনা। বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি মূলত তেমন দিকেই যাচ্ছে। গবেষকদের যুক্তি, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলছে যা আগেরটার থেকে বেশি ভয়ঙ্কর। ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই আগের থেকে উন্নত করতে হবে। যে টিকা নেওয়া আছে তা হয়তো নতুন প্রজাতির বিরুদ্ধে তেমনভাবে কাজ করবে না, এই আশঙ্কাতেই প্রত্যেক বছর একটি করে করোনা টিকা নিতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *