নয়া প্রজাতি আতঙ্কের মাঝেই স্বস্তি দিচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ

বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এরইমাঝে রাজ্যের কোভিড সংক্রমণ ধীরে ধীরে অনেকটাই নেমে এসেছে। তাই একটা আশার আলো দেখা যাচ্ছে আস্তে আস্তে। তবুও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে কারণ এখনও উৎসব মরশুম চলছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১০৮ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৭ হাজার ৫২৭ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৭ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১০৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৪ হাজার ৫৮২ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭৩৩ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ১.৬০ শতাংশে। যদিও প্রায় ১০ কোটির ওপর ভ্যাকসিন নষ্ট হয়েছে দেশে। এর বড় কারণ, টিকার প্রতি মানুষের অনীহা।

এরই মধ্যে আবার কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী। প্রথমে হালকা ভাবে শুরু হলেও মাঝে কমে গিয়ে তা আবার শুরু হতে পারে এবং দীর্ঘস্থায়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *