আসন্ন গঙ্গাসাগর মেলার আগেই একাধিক পূণ্যার্থী করোনা আক্রান্ত

ফের আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ৷ কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগে করোনার থাবা৷ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে করোনা আক্রান্ত ১৮৯ জন৷ এর মধ্যে ৪জন বোরো হেলথ এগজিকিউটিভ রয়েছেন৷ রয়েছেন ৩৩ জন মেডিক্যাল অফিসার এবং ৩৬ জন নার্স৷ গোটা বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা৷ অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে৷ বেশ কয়েকটি ওয়ার্ডে ক্লাব করে টেস্টিং-এর ব্যবস্থা করা হয়েছে৷ এমনও কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেখানে সকল স্বাস্থ্য কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন৷ পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে স্বাস্থ্যকর্মী এনে পরীক্ষার কাজ চলছে৷ 

অন্যদিকে, গঙ্গাসাগরের আগে বাড়ছে উদ্বেগ৷ বাবুঘাটে করোনা পরীক্ষায় পজেটিভ একাধিক পূণ্যার্থী৷ বাবুঘাটে কলকাতা পুরসভার তরফে দুটি কোভিড কেন্দ্র করা হয়েছে৷ সেখানে টিকাকরণের পাশাপাশি কোভিড পরীক্ষার ব্যবস্থাও রয়েছে৷ সকাল থেকে ১১৯ জনের টেস্ট করা হয়েছে এবং আগত পুণ্যার্থীদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাঁদের বাইপাস সংলগ্ন একটি সেফহোমে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে৷ 

গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রায় ১৬ হাজার মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণের আবহেই গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। করোনা বিধি মেনে গঙ্গাসাগর মেলা সারতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। যে কমিটির মাথায় রয়েছেন খোদ মুখ্যসচিব। হাইকোর্টের অনুমতি মিলতেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব৷ বাবুঘাটে পুরসভার তরফে ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে ভিনরাজ্য থেকে আসা সাধু এবং পুণ্যার্থীদের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে। কিন্তু মেলা শুরুর আগেই সিঁদুরে মেঘ! বাবুঘাটে আরপিসিআর টেস্টে একদিনে ৬জন পূণ্যার্থীর রিপোর্ট পজিটিভ এসেছে৷ যা দেখে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *