আসন্ন নির্বাচনের আগেই একাধিক নির্দেশ নবান্নের তরফে

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ ২০২৩ সাল পড়তে না পড়তেই রাজ্যে শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে কাজ শুরু করেছে। আর রাজ্য নির্বাচন কমিশন তো আরও আগে থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। এই আবহে ত্রিস্তর পঞ্চায়েতকে তাঁদের যাবতীয় উন্নয়নের পরিকল্পনার কথা জানাতে নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে পঞ্চায়েত দফতর। আগামী ২৫ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

নবান্নের তরফ থেকে জানান হয়েছে, ২০২৩-২৪ সালের জন্য আর্থিক বছরের জন্য পঞ্চায়েতের উন্নয়ন ও পরিকল্পনার বাজেট তৈরি করতে হবে এবং সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও মহকুমা পরিষদকেও পরিকল্পনার কাজ চূড়ান্ত করে ‘স্বরাজ’ পোর্টালে আপলোড করতে হবে। সামনের নির্বাচনের কথা মাথায় রেখেই পঞ্চায়েত দফতর নিজেদের কাজে গতি বাড়াচ্ছে এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল।

কোন কোন দিকে বেশি নজর দেওয়া হচ্ছে? জানা গিয়েছে, পর্যাপ্ত জল, সামাজিক ভাবে সুরক্ষিত গ্রামের পরিবেশ তৈরি, নারীবান্ধব গ্রামীণ পরিবেশ তৈরি, সুস্বাস্থ্যসম্পন্ন গ্রাম, দারিদ্রতা মুক্তি এইসব দিকেই বেশি নজর আছে রাজ্যের। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির দিন পিছিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে হয় সেই দাবি জানিয়েই ওই জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *