‘বাংলাদেশ আর বাংলাদেশ নেই, পাকিস্তান হয়ে গিয়েছে’ – এ কী বললেন আওয়ামি লিগ কর্মী ?

যারা আওয়ামি লিগ করত, শেখ হাসিনার দলে ছিলেন তাদের অবস্থা ভালো নেই। সংখ্যালঘু ও উপজাতিদের অবস্থা খুবই খারাপ, তারা নির্যাতনের শিকার হচ্ছেন এমনটাই বলেছেন মোহাম্মদ হেলালুদ্দীন, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি নিজেকে আওয়ামি লিগ সমর্থক দাবি করেন। তিনি দাবি করেন, হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন এই যুদ্ধে। তিনি বলেন, ‘পাকা বাড়িতেও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু-উপজাতিরা যেভাবে পীড়িত করা হচ্ছে তা চোখে দেখা যায় না।’ আওয়ামি লিগ সমর্থকদের ওপর নৃশংস হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মোহাম্মদ হেলালুদ্দীন এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছে, বাংলাদেশ আর বাংলাদেশ নেই, ছাত্র আন্দোলন নামে অন্য কিছুই চলছিল পাশে ‘। পুরো ঘটনার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আওয়ামি লিগ সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামি লিগের অনেক নেতাকর্মী জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনাও ইতিমধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন।  আপাতত মুহাম্মদ ইউনূসকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনও অস্থির। চরম সহিংসতার ঘটনা ঘটতে থাকে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।