বঙ্গতনয়া কবিতা বন্দোপাধ্যায়কে দেখা যাবে ‘ভাগ্য লক্ষ্মী’তে

হিন্দি সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ হলেন কবিতা বন্দোপাধ্যায়। এতদিন তাঁকে দর্শকরা মূলত নেতিবাচক চরিত্রে দেখেছেন। কবিতা বন্দোপাধ্যায়ের ইনস্টাগ্রামের যে প্রোফাইলটি আছে সেটির দিকে নজর রাখলে এটা স্পষ্ট বোঝা যায় যে তিনি কলকাতার মেয়ে। ‘বন্ধুত্বের সেলিব্রেশন’ নামক একটি বাংলা শর্ট ফিল্মে তিনি কাজ করেছেন। এ হেন অভিনেত্রী বলিউডে গিয়ে নিজেকে নতুন ভাবে যেন চিনেছেন, দর্শকদের সামনে এনেছেন। হিন্দি ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ হলেন কবিতা। এতদিন তাঁকে মূলত নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। এবার তিনি ‘ভাগ্য লক্ষ্মী’ ধারাবাহিকে আসছেন একদম নতুন চরিত্র নিয়ে।

অভিনেত্রীর কথায়, ‘ আমি তেরি ‘মেরি ইক জিন্দেগি’ এবং ‘রিশতো কী মাঁঝা’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি।’ তাঁর কাছে ভাগ্য লক্ষ্মী ধারাবাহিকে সোনলের চরিত্রে অভিনয় করতে পারাটা যেন ইচ্ছেপূরণ একরকম। তাঁর কথায়, ‘ নেতিবাচক চরিত্রে অভিনয় করাটা একদিকে মজার আবার চ্যালেঞ্জিংও।’

কবিতা জানিয়েছেন ভাগ্য লক্ষ্মী ধারাবাহিকেও তাঁকে নেতিবাচক চরিত্রেই দেখা যেতে চলেছে। তবে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যে তাঁর কোনও সমস্যা নেই সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। তাঁর মতে, যেহেতু তিনি এর আগেও একাধিক ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে কাজ করেছেন সেহেতু তাঁর অসুবিধা হবে না। উল্টে ভালোই লাগবে। কারণ হিসেবে বলেন, নেতিবাচক চরিত্রে কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং। আর সেই কারণেই তাঁর এই ধরনের চরিত্র করতে মজা লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *