বন্ধন ব্যাঙ্কের ত্রৈমাসিক রির্পোট পেশ

২০২১-২২ আর্থিক বছরের ত্রৈমাসিক রির্পোট পেশ করল বন্ধন ব্যাঙ্ক। অর্থনৈতিক উন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিগত বছরে ব্যাঙ্কের মোট ব্যবসা ১৫% বৃদ্ধি পায়। যা ৩১ ডিসেম্বর ১.৭৩ লক্ষ কোটি টাকায় দাঁড়ায়। উল্লেখ্য, বন্ধন ব্যাঙ্ক ছয় বছর ধরে সুষ্ঠ ভাবে দেশব্যাপী পরিষেবা দিচ্ছে। ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ৩৪টিতে ৫,৬২৬টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ২.৫১ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে।

চলতি আর্থিক বছরে ১৯% বৃদ্ধি পেয়ে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ৮৪,৫০০ কোটি টাকা। কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে (সিএএসএ) আমানতের পরিমাণ ২৬% বৃদ্ধি  পাওয়ায় বর্তমানে সিএএসএ অনুপাত সামগ্রিক ডিপোজিট বুকের ৪৫ শতাংশেরও বেশি। এছাড়াও রিটেল ডিপোজিট বুকে আমানতের পরিমাণ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭১,৪৪০ কোটি টাকা। গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরে ব্যাঙ্কের ত্রৈমাসিক আমানতের পরিমাণ ১১% বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৯,২১৩ কোটি টাকা।

সারা দেশে বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং অটো লোনের মত ক্ষেত্রগুলিতে পোর্টফোলিও বাড়ানোর দিকে মনোনিবেশ করছে।বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন, আমাদের গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাঙ্কের এই ব্যবসা বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *