সহজে পেমেন্টের জন্য ভারত কিউআর কোড চালু করল বন্ধন ব্যাঙ্ক

কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য ভারত কিউআর কোডের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক তাদের নতুন পেমেন্ট সলিউশন চালু করেছে। এরদ্বারা সেলফ-সেগমেন্টের গ্রাহকদের পক্ষে যেকোনও মার্চেন্ট আউটলেটে অর্থপ্রদান সহজ হবে। প্রতিটি পেমেন্টের একটি তাত্ক্ষণিক বিজ্ঞপ্তিও পাওয়া যাবে একটি ছোট স্পিকারের মাধ্যমে। ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ না করেই গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কিং অ্যাপ বা ইউপিআই অ্যাপের মাধ্যমে অর্থপ্রদান করতে পারবেন। পেমেন্টের ক্ষেত্রে একটি অত্যন্ত সুরক্ষিত ও দ্রুততাসম্পন্ন উপায় হল ভারত কিউআর। এর মাধ্যমে উপকৃত হবেন ছোট বিক্রেতা থেকে শুরু করে বড়মাপের রিটেল বিক্রেতা পর্যন্ত যে কোনও ব্যবসায়ী।

বন্ধন ব্যাঙ্ক ডিজিটাল উদ্ভাবনের যুগান্তকারী সময়কালে অত্যাধুনিক প্রযুক্তি ও নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ব্যাংকিংয়ের ভবিষ্যত রূপান্তরে অগ্রণী ভূমিকা নিয়েছে। তাদের এই উদ্যোগের মধ্য দিয়ে বন্ধন ব্যাঙ্ক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে একাধিক পদ্ধতিতে অর্থ প্রদানের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের সর্বোত্তম পেমেন্ট ব্যবস্থা প্রদানে প্রস্তুত। এরফলে সুবিধা হবে বর্তমান ও নতুন গ্রাহকদেরও। এই নতুন প্রোডাক্টগুলি প্রবর্তনের মাধ্যমে উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিকতার প্রতি বন্ধন ব্যাংকের দীর্ঘকালীন প্রতিশ্রুতি দৃঢ়তর হয়ে উঠবে।

বন্ধন ব্যাঙ্কের ইডি ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর বব্বর এপ্রসঙ্গে জানান, তারা তাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী সুবিধাদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিকিউআর (BQR) চালু করার মাধ্যমে তারা একটি শক্তিশালী পেমেন্ট সলিউশন প্রদান করতে চান যা ব্যবসায়ীদের তাদের গ্রাহকদের সহজে পেমেন্ট প্রদানের সুযোগ করে দেবে। উন্নত প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক সলিউশন্সে ক্রমাগত বিনিয়োগের মাধ্যমে তারা তাদের গ্রাহকদের সর্বদা সহজ ব্যাংকিং অভিজ্ঞতালাভের নিশ্চয়তা দিচ্ছেন বলে জানান তিনি।