একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে একটি নতুন পানীয় জলের মেশিনের উদ্বোধন হল বৃহস্পতিবার। একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্টজনেরা।

প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পানীয় জলের মেশিনটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির ফলস্বরূপ। অনেক দিন ধরেই ওই এলাকায় পরিষ্কার পানীয় জলের অভাব ছিল। এই মেশিন স্থাপনের ফলে এলাকার বাসিন্দারা যেমন উপকৃত হবেন, তেমনি স্থানীয় স্কুল ও বাজারে আসা মানুষজনেরও সুবিধা হবে বলে মনে করছেন সকলে।

চেয়ারম্যান অশোক মিত্র জানান, “এলাকাবাসীর চাহিদা অনুযায়ী আমরা এই প্রকল্প বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে আরও উদ্যোগ নেওয়া হবে।”এলাকায় পানীয় জলের এই নতুন ব্যবস্থায় খুশির হাওয়া। উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।