এবারেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে পার্থকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পাননি। আদালতে তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই। তাদের তরফে ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলা হয়েছে এবারেও।

সিবিআইয়ের বিরুদ্ধে বিরাট ক্ষোভ প্রকাশ করে পার্থর আইনজীবী বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলছে কিন্তু তা দেখাতে পারছে না। সিবিআই নতুন কী প্রমাণ পেয়েছে তাও স্পষ্ট নয় এদিকে শুধু বয়ান রেকর্ড হবে বলে তাঁর মক্কেলকে হেফাজতে রাখার করা বলছে। মামলা তো আর অনন্তকাল চলতে পারে না, এই রকম হলে এবার ‘জলি এলএলবি’ সিনেমার ধর্না দেওয়া ছাড়া আর উপায় নেই। এমনই বক্তব্য তাঁর।

এখানেই থেমে না থেকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আরও বলছেন, কে যোগ্য আর কে অযোগ্য, তা দেখার দায়িত্ব দফতরের ছিল, তাঁর মক্কেলের নয়। কিন্তু সিবিআই প্রথম থেকেই চেষ্টা করছে তাঁর মক্কেলের ওপর সব দোষ চাপিয়ে দিতে। আরও একটি বিষয়ে আদালতের নজর আনতে চেয়েছেন তিনি। পার্থর আইনজীবী মনে করান, তাঁর মক্কেলের কাঁচ থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। সেই টাকার সঙ্গে পার্থর কী সম্পর্ক তাও খোলসা হয়নি এখনও। তাই এই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *