বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।
কালীঘাটের কাকু নামেই অধিক পরিচিত তিনি। এবার এই কালীঘাটের কাকুকে নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গত ১৮ ফেব্রুয়ারি সুজয়কৃষ্ণকে জামিন দিয়েছিল হাইকোর্ট। বেশ কিছু শর্ত বেঁধে সিবিআইয়ের মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয় ‘কাকু’কে। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিনের আবেদন মঞ্জুর করেছিল উচ্চ আদালত।
এবার সেই জামিনের মেয়াদই আরও দু’মাস বাড়ানো হল। আগে কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ ২২ এপ্রিল অবধি বাড়ানো হয়েছিল। এবার দ্বিতীয়বারের জন্য সেই মেয়াদ বৃদ্ধি করল আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ সুজয়কৃষ্ণের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন।