রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছিলেন ববিতা সরকার৷ এবার সেই চাকরির ‘বৈধতা’ নিয়েই উঠল প্রশ্ন৷ ফলে আরও একবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি৷
অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। সেই কারণ তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ও অনেকটা বেড়ে গিয়েছে। এ বিষয়ে জটিলতা তৈরি হতেই ববিতা জানিয়েছিলেন, তিনি নিজেই এই বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। সেই মতোই সোমবার হাই কোর্টে যান ববিতা। তাঁর আবেদন গ্রহণও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, ববিতার আবেদনের ভিত্তিতে এই মামলায় এসএসসি-কে যুক্ত করা হবে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷
সম্প্রতি এসএসসি-র কাছে জমা দেওয়া ববিতার আবেদনপত্রে দেখা যাচ্ছে, স্নাতক স্তরে ৮০০-র মধ্যে ৪৪০ নম্বর পেয়েছেন ববিতা সরকার। যার শতকরা হিসাবে হয় ৫৫ শতাংশ। অভিযোগ, ৫৫ শতাংশের বদলে স্নাতকস্তরের প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব ৬০ শতাংশ বা তার বেশি উল্লেখ করা হয়েছে৷ যার জেরে ববিতার ‘অ্যাকাডেমিক স্কোর’ গণনাতেও ভুল হয়েছে।