‘অ্যাক্সিস বিজনেস সাইকেল ফান্ড’ চালু করল অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। এটি একটি ব্যবসা চক্র ভিত্তিক বিনিয়োগ। যার ওপর ভিত্তি করে একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম চালু করেছে অ্যাক্সিস। উল্লেখ্য, এই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড হল ভারতের দ্রুততম বর্ধনশীল ফান্ড হাউসগুলির মধ্যে অন্যতম। NFO খুলবে ২ ফেব্রুয়ারি এবং বন্ধ হবে ১৬ ফেব্রুয়ারি।
‘অ্যাক্সিস বিজনেস সাইকেল ফান্ডের উদ্দেশ্য হল- অর্থনীতিতে ব্যবসায়িক চক্রের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টর এবং স্টকগুলির মধ্যে গতিশীল বরাদ্দের মাধ্যমে ব্যবসায়িক চক্র চালানোর উপর ফোকাস করে প্রধানত ইক্যুইটি এবং ইকুইটি সম্পর্কিত সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী মূলধনের উপলব্ধি প্রদান করা। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এই নতুন তহবিলটি NIFTY ৫০০ TRI ট্র্যাক করবে। যেখানে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হবে ৫,০০০টাকা।
অ্যাক্সিস এএমসি-র এমডি ও সিইও চন্দ্রেশ নিগম বলেন, এটি একটি ফান্ড হাউস হিসাবে সুশৃঙ্খলভাবে বাজারের সুযোগগুলিকে কাজে লাগাতে বিশ্বাসী। আমাদের বিশ্বাস অচিরেই অ্যাক্সিস বিজনেস সাইকেল ফান্ড একজন বিনিয়োগকারীর পোর্টফোলিওতে একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে উঠবে ।