07
Dec
ফাঁকা ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার দক্ষিণী সিনেমার প্রযোজকের। কোচির পনমপল্লী নগরের কাছে নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় প্রযোজক জেসন জোসেফের মৃতদেহ। বয়স ৪৪ বছর। আবাসনের বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান তাঁরা। নিকটবর্তী হাসপাতাল দেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই জেসন জোসেফকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে। বিগত দু'দিন ধরে জেসনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। ফোন বার বার ‘পরিষেবা সীমা বাইরে’ বলছি। এরপরই পরিবারের তরফে আবাসনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। আবাসনের কর্তৃপক্ষ খোঁজ নিলে বিষয়টি…