05
Jan
বছরের শুরুতে মানবদরদী অভিনেতা সোনু সুদের নয়া কীর্তি মোটেও জনপ্রিয় হল না। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন সোনু, যেখানে চলন্ত ট্রেনের পাদানিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেই নিয়ে শোরগোল। এ কী করছেন সোনু! সতর্কীকরণ বার্তা এল রেলের তরফেও।বহু মানুষ সোনুকে অনুসরণ করেন। অভিনেতার কার্যকলাপ দেখে বাকিরাও যদি এ ধরনের ক্রিয়াকলাপ শুরু করেন, খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই আশঙ্কায় উদ্বেগপ্রকাশ করেছিলেন অনুরাগীরাও। তবে উত্তর রেল দফতরের তরফেও সতর্কবার্তা আসে তার পরই। সোনুকে উদ্দেশে লেখা হয়, “লক্ষ লক্ষ মানুষ আপনাকে আদর্শ মনে করেন। ট্রেনের পাদানিতে বসে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের ভিডিও প্রশংসনীয় হওয়ার থেকেও বড় কথা, এর…