26
Oct
প্রতিবারের মতো রীতি মেনে শিলিগুড়ির ইস্কন মন্দিরে পালিত হয়েছে গোবর্ধন পুজো। বিগত বছর সংক্রমণ কালে রীতি মেনে পুজো হলেও সব পুজোর অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত সংখ্যা ছিল অনেক কম৷ তবে এবছর কঠিন পরিস্থিতি কাটিয়ে বিভিন্ন জাগার পাশাপাশি শিলিগুড়ি ইস্কন মন্দিরে মহা ধুমধামে মধ্য করা হল দিয়ে গোবর্ধন পুজো। যেখানে এবার শিলিগুড়ি শহর সহ আশেপাশের এলাকা ছারাও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ভক্তদের সমাগম লক্ষ করা যায়। বৃহস্পতিবার গোবর্ধন পুজো উপলক্ষে পুজো অর্চনার পাশাপাশি কীর্তন, পরিক্রমা ও প্রসাদ বিতারণের আয়োজন করা হয়। উল্লেখ ১০৮ টি ভোগের পদ দিয়ে গোবর্ধন পাহারের প্রতিকৃতি তৈরী করে পুজো আয়োজন করা হয়ে থাকে ইস্কন মন্দিরে। পুরান মতে, ইন্দ্রের…