19
Aug
শিলিগুড়িতে চালু হল বাইজু’স টিউশন সেন্টার (বিটিসি)। অগ্রণী এড-টেক কোম্পানি বাইজু’স পরিচালিত এই সেন্টারে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। প্রযুক্তি-চালিত এই ফিজিক্যাল টিউশন সেন্টারে বিশ্বমানের শিক্ষার সুযোগ পাবে শিক্ষার্থীরা। শিলিগুড়িতে এই সেন্টার চালু হয়েছে এমএলএ হাউসের সেকেন্ড ফ্লোরে (কসমস মলের বিপরীতে)। ছাত্রছাত্রীদের একইসঙ্গে অফলাইন ও অনলাইন শিক্ষার অভিজ্ঞতা দেবে বাইজু’স টিউশন সেন্টার। এই বছরের শেষ নাগাদ বাইজু’স আরও অনেক সেন্টার চালু করতে চলেছে। ২০২২ সালে ২০০টি শহরে ৫০০টি সেন্টার খোলার পরিকল্পনা নিয়েছে বাইজু’স। আগামী ২ বছরে বাইজু’স ১ মিলিয়ন শিক্ষার্থীকে তাদের প্রোগ্রামে ভর্তি করবে বলে স্থির করেছে। একইসঙ্গে ভারতে ১০০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান করবে বাইজু’স। বিগত…