28
Mar
আর্থ্রাইটিস থেকে পুরোপুরি মুক্তি না পেলেও নতুন চিকিৎসা পদ্ধতিতে দীর্ঘকালের জন্য বেদনা দূর হতে পারে। রোগী আর্থ্রাইটিসের কারণে প্রচন্ড হাঁটুর ব্যথায় ভোগেন এমন রোগীরা রোবোটিক অ্যাসিস্টেড নী সার্জারির (আরটিকেআর) দ্বারা স্বল্পসময়ে বেদনামুক্ত হতে পারেন। এই সার্জারির সুফল দীর্ঘস্থায়ী হয়। অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের সিনিয়র কনসাল্টেন্ট অর্থোপেডিক সার্জন ও রোবোটিক নী রিপ্লেসমেন্ট সার্জন ডাঃ মদন মোহণ রেড্ডি জানান, চিরাচরিত নী রিপ্লেসমেন্ট সার্জারির সাফল্যের হার ৯০-৯৫ শতাংশ, কিন্তু রোবোটিক অ্যাসিস্টেড সার্জারিতে ১০০ শতাংশ সাফল্য মেলে। ডা রেড্ডির মতে, টোটাল নী রিপ্লেসমেন্ট (টিকেআর) যাদের দরকার, তারা আরটিকেআর-এর উপযুক্ত। এইসব রোগীদের অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা প্রথমে ‘লেস ইনভেসিভ ট্রিটমেন্ট’ করার পরামর্শ দিয়ে থাকেন – যেমন,…