বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট এলেন মহিলাদের অগ্রণী অ্যাপারেল কোম্পানি টিসিএনএস ক্লোথিং কোম্পানি লিমিটেডের এথনিক-ওয়্যার ব্র্যান্ড ‘অরেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। এই ইন্ডিয়ান এথনিক-ওয়্যার ব্র্যান্ডের পোশাকের রেঞ্জের প্রচারে সাহায্য করবেন আলিয়া। এপ্রসঙ্গে টিসিএনএস ক্লোথিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অনন্ত কুমার ডাগা বলেন, অরেলিয়া সর্বদা সহজ স্টাইলকেই তুলে ধরে। আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক স্থাপন একটি স্ট্রাটেজিক ডিসিশন যা এই বিষয়টির সঙ্গে সাযুজ্যপূর্ণ। ইউথ আইকন আলিয়াও সহজ স্টাইল পছন্দ করেন। অরেলিয়া ব্র্যান্ডের তারুণ্যময় ভাবমূর্তি ‘ইয়ং অ্যান্ড মডার্ন’ নারীদের কাছে আবেদনপূর্ণ এবং আলিয়া সেটাই প্রদর্শন করে থাকেন তাঁর অনস্ক্রিন ও অফস্ক্রিন উপস্থিতির মধ্য দিয়ে।
টিসিএনএস ক্লোথিং কোম্পানি লিমিটেডের ‘অরেলিয়া’ হচ্ছে এক ইন্ডিয়ান এথনিক-ওয়্যার ব্র্যান্ড। বর্তমানে ভারত, শ্রীলংকা, নেপাল ও মরিশাসে অরেলিয়া ব্র্যান্ড অনলাইন ও অফলাইনে পাওয়া যায় ২২০টিরও বেশি এক্সক্লুসিভ আউটলেট ও ১০০০এরও বেশি লার্জ ফরম্যাট স্টোর্সের মাধ্যমে। এই ব্র্যান্ডের লক্ষ্য সেইসব নারী যারা তাদের ক্যাজুয়াল, ওয়ার্ক ও বিভিন্ন অনুষ্ঠানের পোশাকের জন্য গ্রেট ডিজাইন, ফিট ও কোয়ালিটি পছন্দ করেন। অরেলিয়া ও আলিয়ার সম্পর্ক ভারতীয় নারীসমাজের কাছে পোশাক ও প্রয়োজনের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।