আবার হামলা আমেরিকায়

চলতি বছর এ নিয়ে বেশ কয়েকবার হামলা চললো আমেরিকায়। ফের বন্দুকবাজের হামলা৷ এ বার গুলি চলল খাস ওয়াশিংটন ডিসিতেই। কড়া নিরাপত্তাবলয়ে ঘেরা আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটনে রবিবার রাতে আচমকা গুলি চলে৷ পথ চলতি মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ৷ কিন্তু, ওই বন্দুকবাজের গুলিতে আক্রান্ত হন বেশি কিছু পুলিশ কর্তাও৷

স্থানীয় সময় অনুযায়ী রাত তখন ১০টা (ভারতীয় সময় পৌনে সাতটা) হবে৷ সেই সময় ঘটনাটি ঘটে৷ ওয়াশিংটন ডিসির তরফে টুইট করে বিষয়টি জানানো হয়৷ ওই টুইটে আরও জানানো হয়, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষের গুলিবিদ্ধ হয়েছেন৷ গুলির আঘাত লেগেছে বেশ কয়েক জন পুলিশকর্মীরও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের অনতিদূরে একটি কনসার্ট চলছিল৷ স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’-র আনন্দে মেতেছিল স্থানীয় মানুষ৷ প্রচুর ভিড় ছিল রাস্তায়৷ তারই মাঝে আচমকা গুলি৷ তবে কে বা কারা এই গুলি চালাল, তা এখনও জানা যায়নি৷ বন্দুকবাজের নাগাল পায়নি পুলিশ৷ তবে ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ৷ এই ঘটনায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে৷ এক পুলিশ অফিসার ও দু’জন সাধারণ নাগরিকের অবস্থা আশঙ্কাজনক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *