প্রসারে গতি আনতে অ্যাটমবার্গ সংগ্রহ করল ২০ মিলিয়ন ডলার

ইনফ্লেক্সর ভেঞ্চার্স-সহ জঙ্গল ভেঞ্চার্স-এর নেতৃত্ত্বে প্রযুক্তি-নির্ভর কনজিউমার প্রোডাক্ট স্টার্ট-আপ অ্যাটমবার্গ টেকনোলজিস ২০ মিলিয়ন ডলার গ্রোথ ফান্ডিং রাউন্ড সমাপ্ত করল। এই রাউন্ডে অংশ নিয়েছিলেন বর্তমান ইনভেস্টর এ৯১ পার্টনার্স ও সুবিখ্যাত অ্যাঞ্জেল ইনভেস্টর রমাকান্ত শর্মা (লাইভস্পেস-এর কো-ফাউন্ডার)।

ভারতে জঙ্গল ভেঞ্চার্সের সাম্প্রতিক বিনিয়োগ হয়েছে অ্যাটমবার্গে। অন্যান্য বিনিয়োগের স্থানগুলি হল – টার্টলমিন্ট, সিটিমল, লিপ, বেটারপ্লেস ইত্যাদি। যাত্রারম্ভের পর থেকে এযাবৎ অ্যাটমবার্গ মোট ৪৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। নতুন সংগৃহিত অর্থ ব্যবহৃত হবে একটি স্টেট-অফ-দ্য-আর্ট নির্মাণ কারখানা স্থাপণ, গবেষণা ও উন্নয়নমূলক কর্ম সম্পাদনের জন্য এবং ডিস্ট্রিবিউশন ও ব্র্যান্ডে বিনিয়োগের জন্য।

২০১২ সালে মনোজ মীনা ও শিবব্রত দাস প্রতিষ্ঠিত অ্যাটমবার্গ বর্তমানে দেশের দ্রুততম বর্ধনশীল কনজিউমার অ্যাপ্লায়েন্স স্টার্ট-আপ। এই কোম্পানি ভারতে সিলিং ফ্যানের জন্য ‘ব্রাশলেস ডিসি মোটর’ (বিএলডিসি) টেকনোলজির পথপ্রদর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *