একই সময় দিল্লি যাত্রা করছেন রাজনীতির তিন হেভিওয়েট নেতা মন্ত্রী

চলতি মাসের শেষের দিকে সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। পরিস্থিতি জটিল হতে পারে রাজধানীতে। একই সময়ে দিল্লিতে যেতে চলেছেন মমতা-মুকুল-শুভেন্দু। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার কয়েক দিনের দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময়েই রাজ্যের বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা জানিয়েছেন, তিনি দিল্লি গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন। একই লক্ষ্য রয়েছে বিজেপি বিধায়ক দলরেও। তৃণমূল সূত্রে খবর, সেই সময়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ও দিল্লিতে থাকতে পারেন। তাই সব ঠিকঠাক থাকলেরাজ্য রাজনীতির প্রতিপক্ষদের উপস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে বঙ্গ রাজনীতির অঙ্গন হয়ে উঠতে পারে দিল্লি।

অন্য দিকে শুভেন্দুর দিল্লি সফরের কথা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে, গত ১০ জুলাই তাঁর পরিকল্পনার কথা দলীয় বিধায়কদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে জানিয়েছিলেন শুভেন্দু। তবে, শুভেন্দুর সঙ্গে ১০ জন বিধায়ক যাবেন। ওই দলে অবশ্যই থাকবেন সম্প্রতি বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি-র চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়া আট বিধায়ক—মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিলরঞ্জন দে, কৃষ্ণ কল্যাণী, অশোক কীর্তনীয়া, বিষ্ণুপ্রসাদ শর্মা ও দীপক বর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *