এক মর্মান্তিক গ্যাস দুর্ঘটনায় অসুস্থ অন্তত ৫০

আচমকাই এক মর্মান্তিক ঘটনা। ফের আবার গ্যাস দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বিশাখাপত্তনামের কাছে আনাকাপাল্লে জেলার ব্র্যান্ডিক্স নামের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাপড়ের কারখানায় হঠাৎই বিষাক্ত গ্যাস লিক করে।

এই ঘটনায় এখনো পর্যন্ত ওই কারখানার অন্তত ৫০ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। জানা যাচ্ছে অসুস্থ কর্মচারীদের মধ্যে অধিকাংশই মহিলা এবং তাঁদের মধ্যে আবার কেউ কেউ গর্ভবতী। প্রসঙ্গত গত দু’মাসে এই শিল্পাঞ্চলে এই নিয়ে দ্বিতীয়বার গ্যাস লিকের ঘটনা ঘটল।

পুলিশ সূত্রে খবর, ওই শিল্পাঞ্চলে একাধিক কাপড়ের কারখানা থাকায় সেখানে অধিকাংশ কর্মচারীই মহিলা। প্রত্যেকদিন কাজ করতে আসেন কয়েক হাজার মহিলা কর্মচারী। মঙ্গলবার রাতে ওই কারখানায় কাজ চলাকালীনই হঠাৎ কর্মীরা অসুস্থ বোধ করতে শুরু করেন। সকলেই বমি করতে থাকেন।

এরপরেই গ্যাস লিকের ঘটনাটি প্রকাশ্যে আসে এবং সঙ্গে সঙ্গে অসুস্থ কর্মচারীদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরেও তাঁদের মধ্যে ৫০ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এর সঙ্গেই মঙ্গলবার রাত থেকেই অঞ্চলটি খালি করে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। উল্লেখ্য চলতি বছরে বিশাখাপত্তনমের ওই শিল্পাঞ্চলে এই নিয়ে দ্বিতীয় বার গ্যাস লিকের ঘটনা ঘটল। এর আগে গত ৩ জুনেও ওই একই শিল্পাঞ্চলে একটি রাসায়নিক পরীক্ষাগার থেকে গ্যাস লিক করেছিল।

তখন অন্তত ২০০ জন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। ফরেনসিক পরীক্ষার পর জানা গিয়েছিল অ্যামেনিয়া গ্যাস লিক করে এই বিপত্তি। সেই সময় অন্ধপ্রদেশ সরকার দূষণ রুখতে পরীক্ষাগারটিকে বন্ধ করা নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে কয়েক দিন বন্ধ থাকলেও আবার পোড়াস ল্যাব নামের ওই গবেষণাগারটি খোলা হয়েছে। তবে এবারের গ্যাস লিকের পিছনেও এই গবেষণাগারেরই হাত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *