অবশেষে শনিবার সকাল হতেই সূর্য মামার দেখা মিললো। গত দুদিনের বর্ষনে নাজেহাল জেলাবাসী। তবে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় তিস্তা ও জলঢাকা নদীগুলিতে জল কমতে শুরু করেছে। তিস্তার অসুরক্ষিত এলাকায় এখনো হলুদ সংকেত রয়েছে এবং এনএইচ 31 জলঢাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে সংরক্ষিত এলাকায়। সকাল ৭ টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে ২৩১৪.১০ কিউমেক পরিমাণ।
অন্যদিকে, করলার জলে প্লাবিত জলপাইগুড়ি পৌরসভার নিচু কিছু ওয়ার্ড। পৌরসভার ২৫ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে জল কমতে শুরু করলেও ভোগান্তি কিছুতেই কমছে না মানুষের।