ভোরের আলো ফুটতেই হাতির আক্রমণে জীবনের আলো নিভে গেলো দাদার, পালিয়ে বাঁচলো ভাই।

বৃহস্পতিবার সবে তিস্তা পাড়ের জলপাইগুড়ি সদর ব্লকের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন এলাকায় ফুটেছে ভোরে আলো।ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ করতে যেতেই অঘটন, গত প্রায় দু মাস ধরেই এলাকায় দাপিয়ে বেড়ানো জংলী হাতির পাল থেকে নিমেষেই ছুটে আসে এক গজরাজ সঙ্গে থাকা ভাই পালিয়ে যেতে সক্ষম হলেও মাত্র ২৪ বছর বয়সের এক সন্তানের পিতা সাগর দাসের ওপর ঝাঁপিয়ে পরে গজরাজ।
আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে।
ঘটনার খবর পেয়েই ছুটে আসে বেলকোবা রেঞ্জের বন কর্মীরা।ঘটনা প্রসঙ্গে এক বন আধিকারিক জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করছি।
অপরদিকে এলাকার বাসিন্দা জিতেন দাস জানান, দু মাস থেকে আমাদের এলাকায় হাতির অত্যাচারে এই নিয়ে দু জনের মৃত্যু হোলো, দিন কয়েক আগেই এই বাদাম খেতে কাজ করার সময় হাতির আক্রমণে মৃত্যু হয়েছিলো এক মহিলার।
ঘটনায় ক্ষোভে ফুঁসছে গ্রাম, এলাকার বাসিন্দা রামেশ্বর দাস অভিযোগের সুরে বলেন, পর পর এই এলাকায় হাতি লোক মেরে ফেলছে কিন্তু বন দপ্তর উধাস।অপরদিকে মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয়রা জলপাইগুড়ি বোদাগঞ্জ, গজলডোবা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *