অ্যাস্ট্রন পেপার ছাড়ছে এশিয়ান গ্রানিটো

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড তাদের সহযোগী কোম্পানি অ্যাস্ট্রন পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডে থাকা ১৮.৮ শতাংশ অংশ ৪৬.৯৪ কোটি টাকায় ডিভেস্ট করল। অ্যাস্ট্রন পেপার বিএসই ও এনএসই-তে তালিকাভুক্ত।

এশিয়ান গ্রানিটো ১০ অগাস্ট অ্যাস্ট্রন পেপারের ৮৭.৭৫ লক্ষ ইকুইটি শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বিক্রয় করেছে প্রতি শেয়ার ৫৩.৫ টাকা দরে। বিক্রয়লব্ধ ৪৬.৯৪ কোটি টাকা এশিয়ান গ্রানিটোর ‘লং টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল’ হিসেবে ও ‘বিজনেস ডেভেলপমেন্ট’ করার কাজে ব্যবহৃত হবে। তাদের সেরামিক টাইলস ও বিল্ডিং মেটেরিয়ালসের মূল ব্যবসার দিকে লক্ষ্য রেখে এশিয়ান গ্রানিটো ৩১ মে তাদের বোর্ড মিটিংয়ে অ্যাস্ট্রন পেপার থেকে ডিসইনভেস্টমেন্ট করার বিষয়টি অনুমোদন করেছে। প্রসঙ্গত, ২০২১ অর্থবর্ষে কোম্পানির নেট প্রফিটের পরিমাণ ছিল ৫৭.২৩ কোটি টাকা এবং নেট সেলস হয়েছে ১২৯২ কোটি টাকা। সম্প্রতি এশিয়ান গ্রানিটো ২২৫ কোটি টাকার একটি রাইটস ইস্যু ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *