অশোক লেল্যান্ড (ভারতের অগ্রণী কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা) পশ্চিমবঙ্গে তাদের লাইট কমার্সিয়াল ভেহিকেল (এলসিভি) রেঞ্জে লঞ্চ্ করল ‘বড়া দোস্ত্’। এই ভেহিকেলের কাস্টমার-সেন্ট্রিক অফারিংসে রয়েছে আধুনিক টেকনোলজি ও ড্রাইভার কমফর্ট। একইসঙ্গে এটি যেমন কনটেম্পোরারি, তেমনই ফিউচারিস্টিক। আধুনিক বিএস-৬ ইঞ্জিন বিশিষ্ট বড়া দোস্ত্ এসেছে দুইটি ভেরিয়েন্টে (আই৪ ও আই৩), সঙ্গে আছে যথাক্রমে বেস্ট-ইন-ক্লাস ১৮৬০ কেজি ও ১৪০০ কেজি পেলোড ক্যাপাসিটি। ‘দোস্ত্’ ব্র্যান্ডের মজবুত ভিত্তিতে ভর করে তৈরি হয়েছে ‘বড়া দোস্ত্’।
ভেরিয়েন্ট অনুসারে বড়া দোস্ত্-এর দাম – ৮.১৯ লক্ষ টাকা ও ৮.৩৯ লক্ষ টাকা (আই৩ এলএস ও এলএক্স) এবং ৮.৩৪ লক্ষ টাকা ও ৮.৫৪ লক্ষ টাকা (আই৪ এলএস ও এলএক্স)। পশ্চিমবঙ্গের সবরকম সড়কের পক্ষে উপযোগী ‘বড়া দোস্ত্’। বড়া দোস্ত্ শহর ও আন্তঃশহর কাজের জন্য একেবারে আদর্শ ভেহিকেল। বড়া দোস্তে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট ৩-সিটার ওয়াকথ্রু কেবিন ও পাওয়ার স্টিয়ারিং। গ্রাহকদের ইচ্ছানুসারে এসি মডেলেও পাওয়া যাবে।