এএসসিআই-এর ফাইনাল গাইডলাইন্স

দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই) ডিজিটাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য ফাইনাল গাইডলাইন্স প্রকাশ করল। ১৪ জুন থেকে কমার্সিয়াল মেসেজ বা বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে এই গাইডলাইন্স কার্যকর হবে। ফেব্রুয়ারি মাসে খসড়া গাইডলাইন্স প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের মতামত জানতে চাওয়া হয়েছিল, যেমন অ্যাডভার্টাইজার, এজেন্সি, ইনফ্লুয়েন্সার ও কনজিউমার। তারপর দুই মাসে ২৫টিরও বেশি সংশ্লিষ্ট পক্ষ থেকে মতামত ও পরামর্শ প্রদান করা হয়েছিল। সেগুলির ভিত্তিতেই এএসসিআই তাদের ফাইনাল গাইডলাইন্স তৈরি করেছে।

একইসঙ্গে, এএসসিআই ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটি ‘ইনক্লুসিভ এডুকেশনাল অ্যাপ্রোচ’ প্রণয়নের দিকে এগোচ্ছে। এজন্য শুরু করা হচ্ছে এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম। এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্মের মাধ্যমে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনজিউমার, অ্যাডভার্টাইজার ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলির একটি কমিউনিটি গড়ে তোলা হবে।

এএসসিআই-এর চেয়ারম্যান সুভাষ কামাথ জানান, তারা ড্রাফট গাইডলাইন তৈরির ব্যাপারে ইনফ্লুয়েন্সার ও অন্যান্যদের দিক থেকে প্রভূত সাড়া পেয়েছেন। সেগুলি নিয়ে বিশদ আলোচনার পর ফাইনাল গাইডলাইন্স প্রণীত হয়েছে। এর মাধ্যমে কনজিউমার, ইনফ্লুয়েন্সার, এজেন্সি, অ্যাডভার্টাইজার ও সংশ্লিষ্ট অন্যান্যদের স্বার্থ সমানভাবে রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *