আগামী পনেরদিন জেল হেফাজতে থাকবেন অপা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ৷ ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল৷ সওয়ার জবাবের পর ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় নগর দায়রা আদালতের ইডি-র স্পেশ্যাল কোর্ট৷

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে একটি আবেদন রাখে৷ পিএমএলএ অ্যাক (প্রিভেনশন অফ মানি লন্ডারিং)-এর যে যে ধারাতে তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাৎপর্যপূর্ণ ভাবে সেই ধারাগুলি খারিজের আবেদন জানানো হয়৷ আদালতের তরফে সেই আবেদন গ্রহণ করা হয়েছে৷ আগামী ৩১ জানুয়ারি পৃথক ভাবে সেই সংক্রান্ত শুনানি হবে৷ উল্লখ্য বিষয় হল, আজ গোটা শুনানি পর্বে পার্থ এবং অর্পিতার পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়নি৷

শিক্ষক নিওগ দুর্নীতি মামলায় তাঁদের দু’জনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট জমা পড়েছে৷ ইডি-র তরফে যে দুটি চার্জশিট পেশ করা হয়েছে, তাতে বৃহত্তর কেলেঙ্কারির কথা বলা হয়েছে৷ সেখানে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ মিলেছে৷ আগামী দিনে আরও চার্জশিট জমা পড়তে পারে৷ উঠে আসতে পারে আরও গুরুতর ষড়যন্ত্রের কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *