বড় মন্তব্য করলেন অনুব্রত

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় গত বছর জামিন পেয়ে ফেরার পর থেকেই রাজনীতির আঙিনায় ফের সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট অনুব্রত মণ্ডল। সম্প্রতি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই দাপুটে নেতা। অনুব্রতর কথায়, ‘ব্রাত্য বসুকে বলব কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে একদমই পড়ুয়া নেই… কিছু প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজি মিডিয়াম করে দিতে বলব। মনে হয় এটা করলে খুব ভালো হবে… প্রাথমিক বিদ্যালয়ের মান যেমন করে হোক বৃদ্ধি করতে হবে। ওটাই আসল হাতেখড়ি। যাতে ওর মান উন্নত হয়… আমার যা বলার আছে, ব্রাত্যকেও বলব, দিদিকেও বলব’। বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানানোর আশ্বাসও দিয়েছেন তিনি।