বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় টানা দু’বছর জেলে থাকার পর দুর্গাপুজোর আগেই ছাড়া পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
এবারে আবার ধীরে ধীরে রাজনীতির চেনা ছন্দে ফিরছেন কেষ্ট। এবারে দলের ভোটে কীভাবে লিড বাড়বে সেই নিয়ে টিপস দিয়ে দিলেন কেষ্ট। সকলকে একসঙ্গে চলার বার্তা দেন কেষ্ট মণ্ডল। এদিকে অনুব্রত যেমন রাজনীতির চেনা ছন্দে ফিরছে তেমনি অনুব্রতর জেলমুক্তির পর থেকেই ফী বীরভূমে ফের দিকে দিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি।
বিগত কিছু দিনে বারে বারে বিরোধী গোষ্ঠীর হাতে আক্রান্ত হতে হচ্ছে অনুব্রত অনুগামীদের। এরই মাঝে সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উদ্দেশে? এই নিয়েও উঠছে প্রশ্ন।