ঘোষণা হয়েছিল পূর্বেই এবার ধীরে ধীরে তা সফলতা পেতে চলেছে। রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মানের জন্য আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে এই ইচ্ছাপত্র তুলে দেন। পরে তিনি বলেন, রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে।
আগে সেপ্টমবর মাসে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ার ছাড়পত্র আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী৷ জানা গিয়েছে, মোট বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা। ১৫ হাজার কোটি বিনিয়োগে প্রাথমিক ভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ করবে রাজ্য সরকার।
বাংলায় প্রথম গভীর সমুদ্র বন্দরের পরিকাঠামো গড়তে আরও ১০ হাজার কোটি টাকা খরচ হবে। ১১৬ (বি) নম্বর জাতীয় সড়ক থেকে পাঁচ কিলোমিটার এবং কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে গড়ে উঠছে এই তাজপুর বন্দর। এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, এই বছর উৎসবের মরশুমে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে রাজ্যে।