এসএসসি দুর্নীতির মামলায় গ্রেফতার আরও এক মিডলম্যান ইডির হাতে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই এসএসসি দুর্নীতির মামলায় গ্রেফতারি হয়েছে একাধিক নেতা মন্ত্রীসহ আরও অনেকে, নাম জড়িয়েছে অনেকের। এরইমাঝে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে প্রসন্নকুমার রায়, প্রদীপ সিংহের মতো ‘মিডলম্যান’।

এবার এমনই আরও একজন মিডলম্যানকে আটক করেছে ইডি। জানা গিয়েছে এই ব্যক্তির নাম সুব্রত মালাকার। সোদপুর থেকে এক ব্যক্তিকে আটক করে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

এদিন সকাল থেকেই শহর ও শহরতলিতে হানা দিয়েছে ইডি ও সিবিআই-এর আধিকারিকরা৷ সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছিল ইডি। এরপরেই বিকেলের দিকে এই ব্যক্তিকে তাঁরা আটক করেছে।

সুব্রতের বাড়িতে হানায় ব্যাঙ্ককর্মীদেরও সঙ্গে নিয়ে গিয়েছিল ইডি আধিকারিকরা। তবে কে এই সুব্রত মালাকার, ঠিক কী ভাবে তিনি নিয়োগ দুর্নীতিতে যুক্ত তা জানার চেষ্টা চালানো হচ্ছে।

নিয়োগ দুর্নীতির পাশাপাশি গত সপ্তাহে দু’দিন ধরে চিটফান্ড-কাণ্ডে তৎপর ইডি-সিবিআই৷ গত সপ্তাহের শনিবার হালিশহরের পুরপ্রধান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই৷ বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এর ঠিক পরেই রবিবার সকালে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই৷ কলকাতার পাইকপাড়ায় সুবোধের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়৷ পাশাপাশি লেকটাউনের কাছে দক্ষিণদাঁড়ি এবং বিটি রোডের ফ্ল্যাটেও তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *