দেশের সাধারণ মানুষের কথা ভেবে নয়া প্রকল্পের ঘোষণা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। তবে এবার লক্ষীর ভাণ্ডারকে টেক্কা দিতে নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকার তরফে।

কেন্দ্র সরকারের অধীনে থাকা এই প্রকল্পের নাম কিষান মানধন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাসে মাসে ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। কোনো কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে তিনি এই প্রকল্পে আবেদন জানাতে পারেন। তবে এটি একটি সঞ্চয় প্রকল্প।

এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে একটি পেনশন অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন করতে হবে। তার সঞ্চিত অর্থ কেন্দ্র সরকার একটি নির্দিষ্ট তহবলের সঞ্চয় করে রাখবে। এরপর ওই কৃষক ৬০ বছর পেরোলে কেন্দ্র সরকারের তরফে আর্থিক সাহায্য প্রদান করা হবে। মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে।