নিশীথের হয়ে মুখ খুললেন অনন্ত মহারাজ

সোমবার সংসদের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদরা মন্ত্রি নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব বিষয়টি তুলে ধরেন। তা নিয়ে হই-হট্টগোলের জেরে নতুন মন্ত্রীদের পরিচিতি-পর্ব শেষ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার আঁচ এসে পড়েছে কোচবিহারেও। জেলা তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই বিষয় স্পষ্ট না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায় জানান, তিনি ওই বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। তিনি বলেন, “এত বড় একটি অভিযোগ যেখানে উঠেছে, সেখানে কেন তা স্পষ্ট করা হবে না? একজন বাংলাদেশি নাগরিক কখনও দেশের মন্ত্রী হতে পারেন না। যদি নিশীথ বাংলাদেশি নাগরিক না হন, তা হলে তা পরিষ্কার করুন।” নিশীথ কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর থেকেই পরপর বিতর্ক শুরু হয়েছে তাঁকে ঘিরে। প্রথমে শিক্ষাগত যোগ্যতা এবং তার পরে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। অসমের কংগ্রেস সাংসদ রিপুন বরা প্রধানমন্ত্রীকে চিঠিও দেন। সেখানে কয়েকটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে তিনি লেখেন, বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা হরিনাথপুর গ্রামের বাসিন্দা নিশীথ। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিজেপি।

এদিকে নিশীথের হয়ে ময়দানে নেমেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ও (মহারাজ)। তিনি বলেন, “আমি জানি নিশীথের জন্মস্থান ভেটাগুড়ি। ওঁর বাবা, মা, পুরো পরিবারকে চিনি। আমার বাড়ি গোসানিমারি। আমরা একই বিধানসভার মানুষ। কে কোথা থেকে না জেনে এই সব অপমানজনক কথা বলছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *