লাইনচ্যুত হল আনন্দ বিহার – কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস, মৃত অন্তত চার

বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ’টি বগি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। দুর্ঘটনার ফলে  আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এছাড়াও  যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বহু ট্রেনের।

স্থানীয় সূত্রে, রাত দেড়টা পর্যন্ত চার জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন প্রশাসন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।তবে ঘটনা সোনা মাত্রই  রাত আড়াইটে নাগাদ  রেলমন্ত্রী  টুইট করে লেখেন যে “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।”

এবং দুর্ঘটনার পরে হেল্পলাইন চালু করা হয় রেলের তরফ থেকে- পটনা হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১, দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩, কম কন্ট্রোল- ৭৭৫৯০৭০০০৪, আরা হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২। এছাড়াও নর্থ-ইস্ট এক্সপ্রেসের যাত্রীদের অন্য ট্রেনে বসানোর বাবস্থা করা হয়েছে সাথে তাঁদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করেছেন রেল কতৃপক্ষ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *