বিগত বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল গেরুয়া শিবিরের মিছিল নিয়ে, শেষমেশ অনুমতি মিললেও সাথে ছিলো বেশ কিছু শর্ত। বিজেপির যুব মোর্চার মিছিলের অনুমতি দেওয়ার সঙ্গেই শর্ত দিয়ে আদালত জানিয়েছিল যে মিছিল নিয়ম মেনে শান্তিপূর্ণ করতে হবে। পাশপাশি কোনও ভাবেই ট্রাফিক আইন লঙ্ঘন করা যাবে না। এমনকি মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে পুলিশকে।
তবে বিজেপির এই মিছিলে আদালতের কোনও নির্দেশই সেইভাবে মানা হল না। দিনের শেষে এই বিক্ষোভ এবং অশান্তিই দেখা গেল শহরের রাজপথে। এদিন রুবির মোড় থেকে বেহালা সখের বাজার পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ছিল। তবে কালীঘাটে গিয়ে পৌঁছনোর পর মিছিলের চেহারা পরিবর্তন হয়ে যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা এবং সমর্থকরা বিক্ষোভ দেখান। একই সঙ্গে কুশপুতুল দাহ করে স্লোগান তোলেন।
এরপর চেতলার কাছে আসতেই রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখান গেরুয়া ব্রিগেডের সদস্যরা। এর আগে এমন একাধিক মিছিলের আয়োজন করেছে বিজেপি কিন্তু প্রতিবারই তাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে। প্রত্যেকবার তাদের অভিযোগের নিশানায় থাকে পুলিশ কারণ দাবি করা হয় মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তবে বিগত কিছু সময়েই আদালত বিজেপিকে সেই অনুমতি দিয়েছে। এবারেও তাই হল।