নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস – অ্যামাজন ইন্ডিয়ার তরফে আনা এই নতুন প্রোডাক্টটি দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্নদের জন্য। এর মাধ্যমে অ্যামওয়ে ইন্ডিয়া তাদের নিউট্রিশন ও ইমিউনিটি সাপোর্টিং পোর্টফোলিয়ো আরও মজবুত করল। এক্সটেন্ডেন্ড-রিলিজ টেকনোলজির ফর্মুলায় প্রস্তুত নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস শরীরে সারাদিনই রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য ৮ ঘন্টারও বেশি সময় ধরে ভিটামিন সি জোগান দেবে।
নতুন প্রোডাক্ট প্রসঙ্গে অ্যামওয়ে ইন্ডিয়ার সিইও অংশু বুধরাজা বলেন, অ্যামওয়ের নিউট্রিশন ও ইমিউনিটি ক্যাটাগরির প্রোডাক্টসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা অনুসারে নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস আসায় তারা ২০২৫ সাল নাগাদ রেভিনিউ বৃদ্ধির টার্গেট ১০ কোটি টাকারও বেশি স্থির করেছেন। অ্যামওয়ে ইন্ডিয়ার সিএমও অজয় খান্না জানান, নিউট্রিলাইটের ভিটামিন সি চেরী প্লাস ধীরে ধীরে শরীরে ৮ ঘন্টারও বেশি সময় ধরে ভিটামিন সি জোগান দেয় বলে সারাদিনের ইমিউনিটি সাপোর্ট নিশ্চিত হয়। গাছগাছড়া ভিত্তিক ভিটামিন সি উৎস (অ্যাসারোলা চেরী) থেকে এই প্রোডাক্টটি তৈরি হয়েছে, যা ব্রাজিলে তাদের নিজস্ব অর্গানিক ফার্মের উৎপাদন।